শ্যামনগরে  কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

 রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্তরে বিনা মূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বোরো মৌসুমের ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের জন্য সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে বক্তব্য রাখেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসি জাতের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, ১০০০ জন কৃষক হাইব্রিড বীজ ও ২৫০০ জন কৃষক উফসি জাতের ধান বীজ পাবেন। কৃষক প্রতি ধান বীজ পাবেন হাইব্রিড ২ কেজি ও উফসি বীজ পাবেন ৫ কেজি। সার পাবেন ডিএপি ১০কেজি ও এমওপি ১০ কেজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি এ বিএম মুনজুর এলাহী, সম্পাদক আনিছুজ্জামান প্রমুখ।

ছবি- শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024