ছবি- কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন (বালক দল)। 

জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এবারের চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার  কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী ২৫) দুপুরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৪ সালের ফুটবল ফাইনালে দেশ সেরা হয় এই বিদ্যালয়ের বালক দল।  

৯০ মিনিটের খেলার মধ্যে প্রথম গোল করেন কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড় আবদুল্লাহ মোহাম্মদ সামি। কিছুক্ষণ পর দ্বিতীয় গোল করেন মোহাম্মদ নয়ন।প্রতিপক্ষ সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর উপজেলার ইছাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিদ্যালয় পর্যায়, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার সুযোগ পায় কুতুবদিয়া দল।  গত সোমবার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টাইব্রেকারে ঢাকা বিভাগের টাঙ্গাইল ভূঞাপুরের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম বিভাগের এই দলটি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, অদম্য দ্বীপের এই খুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে ফুটবলের এক নতুন অধ্যায় লিখল।  সিলেট বিভাগকে দুই গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা ঘরে তুলেছে। এ বিজয় কুতুবদিয়াকে গর্বিত করেছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী বিদ্যালয়ের খুদে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024