টাঙ্গাইলের মধুপুরে আসন্ন রমজানকে সামনে রেখে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারকে মানুষের মাঝে সহনীয় রাখার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে মধুপুর উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার রানী ভবানী পাইলট  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে এক মিছিল নিয়ে থানামোড় হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে সমাবেশ করে।

উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা বোরহানুল ইসলাম।

এ ছাড়াও সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল -১,মধুপুর-ধনবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024