বগুড়ার নন্দীগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  কমানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  (২৮ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। উক্ত বিক্ষোভ মিছিলে ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায়  নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি  মোঃ মুনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুল মালেক, ফজলুর রহমান, জাহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম , উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঃ মোমিন, সেক্রেটারি মুনিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি আফিফ হাসান, পৌর যুব বিভাগের সভাপতি রাকিব হাসান প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024