জয়পুরহাটের কালাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীউল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টায় কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় এঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক নবীউল ইসলাম (৪২) কালাই উপজেলার কুজাইল নয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় শ্রম অধিদপ্তরে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নিহত নবীউল ইসলাম গ্রামের বাড়ি থেকে বগুড়ায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মোলামগাড়ীহাট বাজারে পৌছালে একটি ভটভটিকে ওভারটেক করতে গেলে ভটভটি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে নবীউল তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসময় জয়পুরহাট থেকে বগুড়া গামী ট্রাকের নিচে চাপা পরে মাথা থেতলে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় এক নিদারুণ শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরই পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024