আসন্ন পবিত্র রমজানের কোনো খাদ্য পণ্যের ঘাটতি সম্ভাবনা নেই। আগামী সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিস পত্রের দাম কমে আসবে বলে জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।


বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, এবারের রমজানে বাজারে কোন খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিস পত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি কোনো বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।


এসময় উপদেষ্টা ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024