জয়পুরহাটের ক্ষেতলালে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। ১ মার্চ (শনিবার) বেলা ১২টায় উপজেলার ক্ষেতলাল সদর, ইটাখোলা বাজার ও বটতলী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বেকারী মালামাল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের তিন হাজার টাকা এবং সড়ক ও জনপদ আইন অমান্য করে অবৈধভাবে রাস্তায় ইটের খোয়া রাখার অপরাধে আরেক জনকে তিন হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারী ইন্সপেক্টর হারুনুর রশিদ, ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা শ্রী দিপেন্দ্রনাথ সিংহ ও উপজেলা পরিষদের সি,এ এস এম শওকত প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুইটি প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024