
সুনামগঞ্জের শান্তিগঞ্জে 'কবরস্থানের প্রকল্পের টাকা আত্মসাৎ জেলা প্রশাসক বরাবর অভিযোগ' এই শিরোনামে গত ২৭ ফেব্রুয়ারী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
শনিবার (১ মার্চ) লিখিত এক এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ থেকে প্রচারিত দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রিন্ট ভার্সন ও একাধিক অনলাইন পত্রিকায় 'কবর স্থানের প্রকল্পের টাকা আত্মসাৎ: জেলা প্রশাসক বরাবর অভিযোগ' শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে। যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস মাত্র।
সদ্য শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে বহিষ্কৃত মো: আবু সঈদ তার ব্যক্তিগত ঈর্ষা ও ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে এমন হীন কাজ করে আমার মানহানী করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে এই প্রকল্পের টাকা সঠিকভাবেই কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে ব্যয় হয়েছে। এর সকল তথ্য প্রমাণ সংরক্ষিত আছে। কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে এমন কাজ চালিয়ে যাচ্ছে। আমি সহ আমার শান্তিগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।