কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাঁজা সেবনের সময় বহিরাগত এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টোরিয়াল বডির সহযোগিতায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ জীবন , বয়স ১৯ বছর। পিতার নাম মো. গোলাপ হোসেন। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায়। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম জানান, “শিক্ষার্থীরা যুবককে আটক করে আমাদের কাছে নিয়ে আসে। তার জবানবন্দী নিয়ে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

কুমিল্লা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আটককৃত যুবককে আমাদের হাতে তুলে দিয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024