‘সেবায় সাম্যে একমঞ্চে’-এই স্লোগানে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৭ম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী সমুদ্র সৈকতে দিনব্যাপী এই আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে সূচনা হয়। উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছিল বর্নাঢ্য র‍্যালি, পৃষ্ঠপোষক সম্মাননা, গ্রামীণ খেলাধূলা, সম্মাননা স্মারক প্রদান, আনন্দ আড্ডা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠক মঈনুল হোসেন টিপু ও মাকসুদ আলম শাহীনের যৌথ সঞ্চালনায় এবং গোলাম মর্তুজার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে স্মরণ ও শোক জ্ঞাপন করা হয় সংগঠনের প্রয়াত সংগঠক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রতি।

৭ম স্বেচ্ছাসেবী পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, এবারের স্বেচ্ছাসেবী পুনর্মিলনীতে মিরসরাই উপজেলার ১০২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের দেড় হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে। প্রতিবছর উপজেলার সকল স্বেচ্ছাসেবীদের একসাথে করতে স্বেচ্ছাসেবী পুনর্মিলনীর আয়োজন করি আমরা। উৎসবমুখর এই অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবীদের সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীজনদের আমন্ত্রণ জানানো হয়। নবীন প্রবীণ সকল স্বেচ্ছাসেবক মিলে এবারের স্বেচ্ছাসেবী সম্মিলন আনন্দমুখর হয়ে উঠে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024