চাঁদপুরের কচুয়া উপজেলার "ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশন" এর উদ্যোগে গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম সরকারফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান সুমন, ক্যাশিয়ার মো. ফরিদ হোসেন, সদস্য লোকমান হোসেনশাওনফারহান আহমেদ শাওনশেখ ফরিদআব্দুল্লাহনজরুল ইসলামদ্বীনের আলো সংগঠনের সভাপতি আব্দুল হামিদ এবং মানব কল্যাণ সংগঠনের ক্যাশিয়ার মো. সাকিব-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024