সেনবাগের ছমির মুন্সির হাট বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত 




নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহি ছমির মুন্সির হাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ১৫৩/০৮ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্বিতীয় বারের মতো সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হেেছন মোঃ হারুনুর রশিদ।

 এছাড়াও  সদস্য পদে নির্বাচিত হয়েছে  ৯জন  এরা হচ্ছে ঃ মোঃ মহিন উদ্দিন , মোঃ রেজাউল হক সেলিম , নূর নবী খোন্দকার, শ্যামল কান্তি নন্দী ,কাজী মাহমদুল হাসান,  মোঃ বেলাল হোসেন, মোঃ ছাইদুজ্জামান , মো: নাছির উদ্দিন ও জাফর আহাম্মদ।

জানাগেছে ,গত ২০ জানুয়ারি সমিতির কার্যকরী কমিটির সিন্ধান্ত অনুযাই সমবায় সমিতির বিধিমালা ২০০৪ সংশোধনী ২০২০ এর ২৭ ধারা অনুযাই তফসিল ঘোষনা করা হয়।  এরপর গত ৩ ও ৪ ফেব্রুয়ারি সমিতির ছমির মুন্সিরহাট জমজম টাওয়ারস্থ  কার্যালয় থেকে মনোয়নপত্র বিক্রি করা হয়।  এতে সভাপতি পদে ২জন সহ-সভাপতি ২জন ও সাধারণ সম্পাদক পদে ২জন এবং সদস্য পদে ৯জন প্রার্থী সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনার সুত্রে জানাগেছে ঃ মনোয়নপত্র দাখিল করা হয় ১০ ফেব্রয়ারি। মনোয়নপত্র বাছাই করা হয় ১১ ফেব্রুয়ারি। বৈধ প্রার্থীর প্রাথমিক খড়ছা তালিকা প্রকাশ করে ১৮ ফেব্রুয়ারি। এরপর মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে আবদুল্লাহ আল মামুন , সহ-সভাপতি পদে আবদুল হক আলো রাজ  ও সেক্রেটারী পদে রবিউল হক মানিক তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হিসেবে মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি পদে সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও সেক্রেটারী পদে মোঃ হারুনুর রশিদ নির্বাচিত হয়।

 ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টা সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদার আনুষ্ঠানিক ভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করে ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা সমবায় কার্যালয়ের সরেজমির তদন্তকারী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসএম জাকারিয়া রিজভী ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ফজলুল করিম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024