রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ভোটার দিবস পালন।


তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে, এইপতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ৭ম ভোটার দিবস ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে উপজেলার মাঠ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কমিশনার মো. জসিমউদ্দিনের সঞ্চালনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উজাচর মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বাবর আলী, প্রধান শিক্ষক মো. মমিন সরদার,প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024