জয়পুরহাটের চকবরকত ইউনিয়নের সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) দ্বীনি মারকাজ এতিমখানা, বহুমুখি দাখিল মাদ্রাসা ও দরুদ শরীফ দরবার ট্রাষ্টের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠানটির বর্তমানে বেহাল দশা লক্ষ্য করে এর উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদ্বরী দরবেশ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু এবং এখানকার নিয়মিত দাতা আমেরিকা প্রবাসি আবুল ভূইয়া (টুটুল), দরবেশ সাহেবের বোন বীর মুক্তিযোদ্ধা মোমেনা ছাত্তার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোগাছী ইউনিয়ন শাখার আমির আব্দুর রউফ, সাবেক আমির আব্দুল হাই, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমিনুল ইসলাম, সমাজসেবক আশরাফুল ইসলাম, মসুদ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় উপস্থিত সকলেই এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে যারা আছেন তাদের বিভিন্ন অনিয়ম, দায়িত্বহীনতাসহ  অদক্ষতার কথা তুলে ধরে শরীফ দরবার ট্রাষ্টের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদরী দরবেশ সাহেবের বোনসহ এলাকার সৎ ও যোগ্য মানুষদের নিয়ে শিঘ্রই নতুন পরিচালনা পরিষদ গঠণের তাদিগ দেন।

সাইয়েদিনা মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) দ্বীনি মারকাজ এতিমখানা, বহুমুখি দাখিল মাদ্রাসা ও দরুদ শরীফ দরবার ট্রাষ্টের দাতা ও প্রতিষ্ঠাতা হলেন, জেলার চকবরকত ইউনিয়নের একজন প্রখ্যাত ব্যক্তি আলহাজ্ব মুজিবুর রহমান চিশতী আল কাদরী দরবেশ সাহেব। তিনি ২০০০ইং সালের ২৯ সেপ্টেম্বর শাহাদাৎ বরণ করেন। জীবদ্দশায় তিনি তাঁর অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

চকবরকত তথা মংগলবাড়ী থেকে শুরু করে উত্তরে সীমান্ত প্রতন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্যাংক, সরকারী এতিমখানা, মাদ্রাসা, পুলিশ ফাঁড়ী ইত্যাদি তারই অবদান।

কথিত আছে তিনি যখন রাস্তা দিয়ে যেতেন দু'হাতে টাকা বিলাতেন। এলাকার লোকজন তাঁকে মূল্যায়ন না করলেও তার নিকট বাংলা চলচিত্রের নায়ক-নায়িকা, অভিনয় শিল্পী, রাজনীতিবিদদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এমন কি ১৯৮৯ সালে পাকিস্থানের প্রধান মন্ত্রী বেনজির ভুট্টও ঢাকা হতে হেলিকপ্টার যোগে তাঁর জয়পুরহাটের বাড়ীতে এসেছেন। তিনি সেলাই বিহীন কাপড় পড়তেন এবং খালি পায়ে থাকতেন। তিনি ছিলেন অবিবাহিত।

উনার চকবরকত বাসায় একটা ভিক্তিস্তর পাওয়া পাওয়া সেটাতে ২ অক্টোবর, ১৯৮৯ সালে বেনজির ভুট্ট উদ্ভোধন করেছিলেন।

মুজিবুর রহমান চিশতী শুধু বেনজীর ভুট্টকে নয়, সেই সাথে আসীফ আলি জারদারি, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, মেজর জিয়াউর রহমানকেও তিনি চকবরকত এর মাটিতে এনেছিলেন। বিদেশ বিভুঁয়ে এবং সমাজের এলিট পারসনদের সঙ্গে তাঁর সুসম্পর্কের রহস্য আজও অজানা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024