|
Date: 2025-03-02 23:09:44 |
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রকাশ্যে সিগারেট খাওয়া অপরাধ। ওপেন জায়গায় সিগারেট খাওয়া নারী ও পুরুষ সবার জন্যই নিষেধ। এটি একটি অফেন্স, তাই সবাইকে অনুরোধ করছি, ওপেনে সিগারেট খাওয়ার চেষ্টা করবেন না।
রোববার (০২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইনসে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে দুই তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় তিনি বলেন, দুই নারীর ওপর হামলার বিষয়ে আমি যতটুকু জানছি ওনারা না কি সিগারেট খাইতেছিল। ওই সময় কিছু লোক না কি নামাজ পড়তে যাইতেছিল। এ সময় ওনারা (লোকেরা) বাধা দেয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মারছে।
তিনি বলেন, এখন যে রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। বাইরে যেন কেউ খাবারটা না খায় এ বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টাও কিন্তু রিকোয়েস্ট করছে। এটা যারা রোজা থাকতেছে তাদের জন্য একটা সম্মান প্রদর্শন করা।
পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহবান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।
© Deshchitro 2024