|
Date: 2025-03-02 23:13:53 |
নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের `হাত তুলে` ওয়াদা বা শপথ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় সিইসি ইসি কর্মকর্তাদের হাত তুলে ওয়াদা করান।
সিইসি বলেন, “আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি—একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আমাদের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই, আমাদের অ্যাজেন্ডা বাংলাদেশের অ্যাজেন্ডা, দেশের মানুষের অ্যাজেন্ডা। আমাদের লক্ষ্য একটি সুস্থ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।”
তিনি বলেন, “আমার সহকর্মীরা যারা নির্বাচনে কাজ করেন, এদের মধ্যে যারা মুসলমান আছেন, আজ রোজার প্রথম দিন, রমজান মাস, আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন তো সুষ্ঠু নির্বাচন আয়োজনে?”
এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হাত তুলে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওয়াদা করেন।
সিইসি আরও বলেন, “আপনারা রমজান মাসে রোজা রেখে ওয়াদা করলেন। আশা করি এই ওয়াদা রক্ষা করবেন।”
© Deshchitro 2024