পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ও বাজার মনিটরিং কাজের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলার লটাখোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (০৩ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 


এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ০২টি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে উপস্থিত ভোক্তা সাধারনের মাঝে বিক্রয় করানো হয়। এছাড়া দোহার পৌরসভা মার্কেট এলাকার যানজট রোধে ভ্রাম্যমাণ দোকানসমূহ অপসারণ এবং তাদের নিকটস্থ ওয়ান ব্যাংক সড়কে স্থানান্তর করা হয়। 


মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024