জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব সড়ক দুর্ঘটনায় নিহত। বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে উপজেলার কুসুম্বা থেকে নিজ  বাড়িতে ফিরছিলেন। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধা ০৫ টা. ৩০ ঘটিকার সময়  উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোলাম নাছির বিপ্লব কুসুম্বা থেকে পাঁচবিবি পৌর এলাকার মধ্য মালঞ্চা  নিজ বাড়ি ফিরার পথে ফিচকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম নাছির বিপ্লবের  নিহতের খবর শুনে তার আত্মীয়স্বজন এবং প্রতিবেশীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে এক শোকের  ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারতেছে না।

বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম নিশ্চিত করে জানান , ঘটনাস্থল পাঁচবিবি থানা পুলিশ পরিদর্শন করেছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024