|
Date: 2022-12-09 07:43:24 |
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় আক্কেলপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজলুর রশিদ কবিরাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিউল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, পৌর মেয়র শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশোন আরা বুলবুলি, আক্কেলপুর থানার এএসআই স্বপন প্রমুখ।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024