|
Date: 2025-03-04 12:25:03 |
গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সব প্রস্তুতি শেষ। প্রার্থীরা নিজের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন, হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার-প্রচারণাও শেষ করেছেন। কিন্তু ১৮ ফেব্রুয়ারি দিনগত রাতে খবর এলো উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাক টাকা দিয়ে ভোট কিনছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী যান কদমতলী বাজারে। সেখানে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাককে বলেন, আপনি কেন টাকা দিয়ে ভোট কিনছেন? একথা বলে তার কাছে থাকা ব্যাগ নিয়ে ওই বাজারের নৈশপ্রহরী রফিকুল ইসলামের হাতে দেন ছাত্রদলের নেতারা। নৈশপ্রহরী রফিকুল ইসলাম টর্চলাইট মেরে দেখতে পান ব্যাগে শুধু হ্যান্ডবিল। সত্যতা যাচাই শেষে যে যার মনে বাড়ি ফিরে যান। একঘণ্টা পর যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাক মিথ্যা অভিযোগ ছড়ান ছাত্রদল নেতারা তার টাকা সহ ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। এমন মিথ্যা খবরে হতবাক সবাই। নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, আমি নিজে টর্চ লাইট দিয়ে দুইবার দেখেছি ব্যাগে শুধুমাত্র নির্বাচনী প্রতীকের হ্যান্ডবিল ছিল। কোন টাকা ছিলনা। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাতীয় পার্টি হতে আসা সুযোগ সন্ধানি কিছু হাইব্রিড নেতা ছাত্রদলের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। আব্দুর রাজ্জাকের ব্যাগে কোন টাকা ছিলনা। ব্যাগে কত টাকা ছিল-এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ছিল। অপর এক প্রশ্নে বলেন, অতীতে জাতীয় পার্টি করতাম। প্রেসিডেন্ট এরশাদের আস্থাভাজন ছিলাম। শুধু তাই নয়, বিগত আওয়ামী লীগের সময় তিনি বিএনপির কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি বলে উপজেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান।উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফছার আলী বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সঠিক নয়। এটা মিথ্যা অপপ্রচার মাত্র। মূল ঘটনা হলো আব্দুর রাজ্জাক টাকা দিয়ে ভোট কিনছেন-এই খবর পেয়ে ছাত্রদল নেতারা তাকে বাধা দিয়েছিল।এব্যাপারে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, আব্দুর রাজ্জাকের টাকা ছিনতাইয়ের কোন সত্যতা পাওয়া যায়নি।
© Deshchitro 2024