|
Date: 2025-03-04 17:38:41 |
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান রফিক।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে ডা. কানিজ সাবিহার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সিভিল সার্জন ডা. রফিক।
এর আগে গত রোববার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।
জানা গেছে, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান রফিক বলেন, আমি গাইবান্ধারই মানুষ। চেষ্টা করবো চিকিৎসাসেবায় এ জেলার মানুষের প্রত্যাশা পূরণ করতে। আজই যোগদান করেছি। সকল শ্রেণিপেশার মানুষের সাথে বসবো। কোন কোন যায়গায় কাজ করা দরকার তা চিহ্নিত করে কাজ করবো। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।
© Deshchitro 2024