ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত শ্রমিক ও মালিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা মোবাইল কোর্টের অভিযানের সমালোচনা করেন এবং সরকারের কাছে দাবি জানান, যেন ইটভাটা বন্ধ বা ভাংচুর না করে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে ইটভাটা মালিক সমিতির নেতারা বলেন, "আমরা পরিবেশগত আইন মেনেই ব্যবসা পরিচালনার চেষ্টা করি। তবে হঠাৎ করেই মোবাইল কোর্ট এসে মোটা অঙ্কের জরিমানা করছে, ভাটা ভেঙে দিচ্ছে। এতে আমাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। সরকারের উচিত আমাদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা, না হলে আমরা চরম সংকটে পড়বো। শ্রমিকদের অভিযোগ, "ইটভাটা আমাদের জীবিকার একমাত্র অবলম্বন। যদি এভাবে অভিযান চালিয়ে ভাটা বন্ধ করা হয়, তাহলে আমরা বেকার হয়ে যাব। এখন মৌসুমের সময়, এই মুহূর্তে ভাটা বন্ধ হলে আমাদের পরিবার না খেয়ে মরবে।" সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে মোবাইল কোর্টের অভিযান বন্ধসহ সরকারিভাবে ইটভাটা ব্যবসার টেকসই সমাধানের দাবি জানানো হয়। এ সময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, সদস্য রফিকুল ইসলামসহ বিভিন্ন ভাটার মালিক ও শ্রমিক কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024