কক্সবাজারের পেকুয়ায় মো:মুজিব (১৯)নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে হাত পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার ৪ মার্চ সকালে উপজেলার মোরার পাড়া বাগুজারা মাতামুহুরী নদী থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।


নিহত কিশোর মুজিব চকরিয়ার পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া ৩নং ওয়ার্ড এলাকার মোঃ আলীর ছেলে।


স্থানীয়রা জানায়-লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।পরে নৌ-পুলিশ এবং পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।


সকালে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও দুপুর দুইটার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্ত করেন।


তার হাত পা কাপড় দিয়ে বাঁধা।

এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।নদীর পাড়ে তার ব্যাটারী বিহীন অটোরিকশাটি পড়ে আছে।তাদের ধারণা সন্ত্রাসীরা চকরিয়া থেকে তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।


পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান-সোমবার রাত ১২টা থেকে নিজের ব্যাটারী চালিত অটোরিকশা সহ মুজিব নিখোঁজ হয়।সারারাত তার মোবাইলে অনেক বার যোগাযোগের চেষ্টা করে পরিবার।সকালে পেকুয়ায় একটি লাশ পাওয়া গেছে শুনে ঘটনাস্থলে নিহতের পরিবারকে পাঠানো হয়।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল মোস্তফা জানায়-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।পাশাপাশি নৌ-পুলিশ লাশটি উদ্ধার করেন। সকালে নিহতের পরিচয় শনাক্ত না হলেও বিকালে পরিচয় শনাক্ত হয়।বিষয়টি নিয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024