কালের স্রোতধারা

সজীব হোসেন শিক্ষার্থী, ঢাকা কলেজ


জলহীন নদীতেও আসে যদি হঠাৎ জোয়ার,

নির্বাক সে নদী ভাবে— থাকবে কি কূলের দ্বার?

যতই হোক না ক্ষীণধারা, গভীর তার তাৎপর্য,

সময়ের ঢেউয়ে মুছে গেছে দ্রাবিড়, অস্ট্রিক, আর্য।

ক্লান্ত ঢেউয়ের গর্জনে ভাঙেনি নীরব দেয়াল,

নদী বয়ে নেয় স্মৃতির স্রোত, হারায় ইতিহাসের পাল।

সোনালি জলে বুক চিরে বয়ে যায় স্বপ্নের ধারা,

অচিন মাঝি অথৈ জলে দিচ্ছে জীবন পাহারা।

কেমন করে রুখবে তবে জলহীন নদীর স্রোত?

ইতিহাসের দোলাচলে নাবিক হারায় দিক-প্রতিদিক।

নৃতাত্ত্বিক পরিচয়ে বাঙালি আজও মহাবীর,

অস্তিত্বের লড়াইয়ে মাথা নত হয়নি নির।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024