|
Date: 2022-12-09 10:13:19 |
শ্যামনগরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
রোকেয়া দিবসে ৫টি ক্যাটাগরিতে প্রত্যন্ত এলাকার ৫জন নারীকে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসাবে রমজাননগর ইউপির শ্রাবনী রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের চন্দনা রানী,সফল জননী হিসাবে ভূরুলিয়া ইউপির শাহানারা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই ক্যাটাগরীতে আটুলিয়া ইউপির হাওয়ালভাঙ্গি গ্রামের মোছাঃ সেলিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের মরমীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নারীদের হাতে জয়িতা সম্মাননা স্বারক তুলে দেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জয়িতা পুরস্কার প্রাপ্ত চন্দনা রানী প্রমুখ।
রোকেয়া দিবস পালনের পূর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছবি- শ্যামনগরে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা স্বারক প্রদান করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।
© Deshchitro 2024