|
Date: 2025-03-05 17:58:59 |
যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি উপজেলা পর্যায়ের তারুণ্যের উৎসব -২০২৫ আইসিটি প্রতিযোগিতায় স্কুলের জন্য অ্যাপস তৈরি করণ বিষয়ে উপস্থাপনা করে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যা বিদ্যালয়টির জন্য একটি বিশাল অর্জন। এই প্রতিযোগিতায় তাদের সফলতা কেবল বিদ্যালয়টির গৌরব বৃদ্ধি করেনি, বরং শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভারও পরিচায়ক। অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে তারা প্রযুক্তি এবং ইনোভেশন ক্ষেত্রে নিজেদের কৌশল ও সৃজনশীলতা প্রদর্শন করেছে, যা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নেও ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, তার মধ্যে প্রথম স্থান অধিকার করে আকিজ আইডয়াল স্কুল এন্ড কলেজ আর দ্বিতীয় স্থান অধিকার করে মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়
এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রম এবং একাগ্রতার ফল। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই সফলতাকে অত্যন্ত গর্বের সাথে স্বীকার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে।
বিষয়টি উপস্থাপন করে- নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা আফরিন সহযোগিতায় মুন্নি আক্তার,সামিয়া আফরোজ, আনিসা আফরিন, মিম খাতুন ও জুথী খাতুন
প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
© Deshchitro 2024