|
Date: 2025-03-05 19:50:31 |
“মেধা সততা সাহস” এই স্লোগানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির নতুন কমিটি প্রকাশ হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন শ্যামল শিকদার মার্কেটে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে দৈনিক দেশ চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলামকে সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বিকাশ বাছাড়কে সাধারণ সম্পাদক করে এক বছর (২০২৫-২০২৬) মেয়াদী ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
উক্ত কমিটি আগামী এক বছরের জন্য কার্যকরী হবে বলে সকলে সম্মত হয়। কমিটির অন্যান্য মধ্যে রয়েছেন সহ-সভাপতি দেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি মৃধা নাজমুল হাসান ও সকালের বাংলাদেশের ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিমল কুমার বিশ্বাস, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মিয়া বাহারুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত সকালের শ্রীপুর প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লাকে সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া প্রতিদিনের প্রতিনিধি মোঃ মিজানুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, মহিতোষ কুমার বিশ্বাসকে কোষাধ্যক্ষ, দৈনিক ইন্টার ন্যাশনাল ও সকালের শিরোনামের প্রতিনিধি মোঃ জাকির হোসেনকে দপ্তর সম্পাদক, নুরুল হুদাকে প্রচার সম্পাদক , এ কে এম ইদ্রীস আলীকে ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক, প্রদীপ বিশ্বাস ও ইশরাত জাহান তন্নীকে সদস্য নির্বাচিত হয়েছেন।
আলোচনা সভায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আলী আশরাফ, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য এই সংগঠনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষা বিগত দিনে যেমন অনেকাংশে পূরণ হয়েছে আগামীতেও অতীতের ভুল গুলো শুধরে নব উদ্যমে তরুন ও অবহেলিত সাংবাদিকদের সাথে নিয়ে ভালো ভালো কাজ করে যাবে। উক্ত সভায় সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সামগ্রিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
© Deshchitro 2024