আত্মগোপনে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ই মার্চ) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে রংপুর শহরের সেনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ই আগস্ট পতিত সরকারপ্রধানের পলায়নের পর থেকেই রংপুর সেনপাড়ার বাড়িটিতে রুম ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সাংসদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ঠা আগস্ট রংপুর রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত পথচারী মুন্না হত্যা মামলার আসামি।

আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলী বলেন, “রংপুরের মুন্না হত্যা মামলায় অভিযুক্ত আসামি সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নীলফামারীর ডিমলা ও সদর থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থের জোগানদাতা ছিলেন তিনি। এছাড়া বিগত ১৬ বছরে বিরোধীদলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগও রয়েছে।”

গ্রেপ্তারকৃত মোঃ আফতাব উদ্দিন সরকার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024