টানা ১৭ বছর ধরে খতম তারাবি পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। প্রতিবারের মত এবছরও ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন তিনি।

জানা গেছে, হাফেজ হওয়ার পর থেকেই প্রতি রমজানে তারাবি পড়িয়ে আসছেন আকরাম হোসাইন। ২০২২ সালে রাজনৈতিক নির্যাতনের সম্মুখীন হয়েও শারীরিক অসুস্থতা ও ভাঙা পা নিয়ে ধানমন্ডি জাবালে নূর জামে মসজিদে তারাবি এবং কিয়ামুল লাইল পড়ানোর দায়িত্ব পালন করেন তিনি।


ছাত্রজীবনের শুরু থেকেই ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন আকরাম হোসাইন। ১৫ বছর আগে দেশের অন্যতম বড় হিফজুল কোরআন প্রতিযোগিতা 'ইকরা'-তে অংশ নিয়ে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর তিনি পিএইচপি কোরআনের আলো টিভির প্রতিযোগিতায়ও অংশ নেন। আকরাম হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।


এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।  


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। রমজান মাসে তারাবির ইমামতি করা প্রসঙ্গে আকরাম হোসাইন বলেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ১৭ বছর ধরে তারাবি পড়ানোর তৌফিক দিয়েছেন।


এবছর রাজনৈতিক ব্যস্ততা বেড়ে যাওয়া সত্ত্বেও আমি এই দায়িত্ব পালন করছি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই খেদমত চালিয়ে যাওয়ার তৌফিক দেন। '

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024