
তিন মামলায় গ্রেপ্তারকৃত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৬ই মার্চ) বিকালে হেলমেট ও হাতকড়া পড়িয়ে কড়া নিরাপত্তায় তাকে রংপুর মহানগর আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানী শেষে আইন মেনে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়ে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান।
এর আগে, বুধবার মধ্যরাতে রংপুর মহানগরীর সেনপাড়া এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছিল মেট্রোপলিটন পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ঠা আগস্ট রংপুরের রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত পথচারী মুন্না হত্যা মামলার আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে নীলফামারীতে আরও ২টি মামলা রয়েছে।