মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম'র ২০২৫-২০২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম'র প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাহফুজুল হক মনি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তৌহিদ-উদ-দৌজা ভূঁইয়া। কমিটির অন্যান্যরা হলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি এটিএম মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি ইউনুছ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক (১ম) ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদুল হক, যুগ্ম সম্পাদক (২য়) এ. জেড. এম. সাইফুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক বাহার উদ্দিন, দপ্তর সম্পাদক লায়ন জামাল উদ্দিন, সমাজকল্যান সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন আহম্মদ ফরহাদ, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, মহিলা সম্পাদক রোকসানা আকতার চৌধুরী রুহী মোস্তফা, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী, ইসমাইল নিজামী সবুজ, এডভোকেট এমরান উদ্দিন স্বপন, তোবারক হোসেন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024