ভেজাল খাদ্যের সয়লাবে দেশ জুড়ে বেড়ে চলেছে রোগ-জীবাণুর হিড়িক। মৌসুমী রোগসহ বিভিন্ন রোগ-বালাই বেড়েছে প্রকট ভাবে। প্রায় সব বয়সের মানুষেরই কোননা কোন রোগে আক্রান্তের অভিজ্ঞতা রয়েছে। প্রযুক্তির আধুনিকতায় যদিও রোগ নির্ণয় সহজ হয়েছে। তবে অপর্যাপ্ত সরকারি হাসপাতালের কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা খুবই অসহায়। জনাধিক্যের কারণে সরকারি হাসপাতাল গুলো হিমশিম খায় বিধায় চিকিৎসার জন্য যেতে হয় বেসরকারি হাসপাতাল গুলোতে। বেসরকারি হাসপাতালের ডায়াগনস্টিক ফি অত্যাধিক। যা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে। যেমন- ক্রিয়েটিনিন পরীক্ষা সরকারি হাসপাতালে করালে খরচ হয় ৫০ থেকে ১০০ টাকা। অন্যদিকে এই পরীক্ষা বেসরকারি হাসপাতালে করালে খরচ পড়ে ৪০০ টাকার ও বেশি। আবার সিবিসি টেস্ট সরকারি হাসপাতালে করালে ১৫০-২০০ টাকা অন্যদিকে বেসরকারি গুলোতে ৪০০-৫০০ টাকা। লক্ষ্য করলে দেখা যায় মেডিক্যাল টেস্ট ফি ক্ষেত্র বেঁধে দেড় থেকে দ্বিগুণ হয়ে থাকে। যা বর্তমান দেশের মূল্যস্ফীতি বিবেচনায় সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য। স্বাস্থ্য খাতের এদিকে জোরালো নজর না দিলে অবস্থা হবে মড়ার উপর খাঁড়ায় ঘা এর মতো।


মোঃ রুবেল আহমেদ, শিক্ষার্থী, ঢাকা কলেজ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024