|
Date: 2025-03-07 02:12:16 |
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ও বাজার মনিটরিং কাজের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (০৬ মার্চ) অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০ আইনে ০৬ টি মামলায় ১০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি দোকানের গোডাউনে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে উপস্থিত ভোক্তা সাধারনের মাঝে বিক্রয় করানো হয়। বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।
দোহার পুলিশ প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে দোহার উপজেলা প্রশাসন। রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© Deshchitro 2024