|
Date: 2025-03-08 16:19:41 |
রাজবাড়ীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা।
‘অধিকার,
সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রাজবাড়ীর গোয়ালন্দে আর্ন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এবং গোয়ালন্দ
পৌর সভার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক নারীর উপস্থিতিতে এ আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর
সভাপতিত্বে চর দুদু খাঁন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক
নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, গোয়লন্দ
পৌরসভার হিসাব রক্ষক মোঃ রেজাউল করিম ,পৌর সভার উচ্চ মান সহকারী মোঃ রুহুল
আমিন,সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রিন্ট ও
ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
আলোচনা
সভায় বক্তারা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরত্ব তুলে ধরেন। তারা
বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং
তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানে
বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং নারীদের উন্নয়নে
প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
নারীর ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক
পরিবর্তন আনার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় উপস্থিত নারীরা। এ
সময় এক বক্তা বলেন,আমরা ইতি মধ্যে বিভিন্ন্ সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি
সারা দেশে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে ।আমাদের সরকারের কাছে দাবী নারীদের
নিরাপত্তার দিকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।ধর্ষণ কারীকে দ্রুত
বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেন।
© Deshchitro 2024