|
Date: 2025-03-08 16:48:30 |
শ্যামনগরে চাচার লাঠির আঘাতে ভাইপো নিহত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ চাচার লাঠির আঘাতে ইউনুস আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। যৌথ মালিকানায় থাকা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই খোকন গাজী জানান, রুহুল আমিন, আদম আলী ও তার পিতা মোহাম্মদ আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর রয়েছে। বিগত দিনে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদও হয়েছে। শুক্রবার বিকালের দিকে তার ভাই উক্ত পুকুর থেকে মাছ ধরতে গেলে চাচা রুহুল আমিন বাধা দেয়। একপর্যায়ে বাদানুবাদের মধ্যে তার চাচা ইউনুসের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করে। এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা পৌছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আগেভাগে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
ছবি- নিহত ইনিুচ আলী।
© Deshchitro 2024