|
Date: 2025-03-08 17:04:12 |
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024