|
Date: 2025-03-08 17:18:50 |
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় জুলুঙ্গা রজনীগন্ধা কিশোরী সংলাপ কেন্দ্রে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপন করা হয়। ৮ মার্চ শনিবার সকালে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এ মূলসুরকে কেন্দ্র করে জুলুঙ্গা রজনীগন্ধা কিশোরী সংলাপ কেন্দ্রে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারীর অধিকার বিষয়ক নাটিকা পরিবেশন করা হয়। অপরদিকে চুকচুকি আলোর দিশা সংলাপ ও পিরিজপুর স্বপ্ন সিঁড়ি সংলাপ কেন্দ্রেও আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপন করা হয়। সংলাপ কেন্দ্রে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারীর অধিকার বিষয়ক নাটিকা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা পরিবেশন করা হয়।
© Deshchitro 2024