|
Date: 2025-03-08 17:37:14 |
রাজবাড়ীতে ফেন্সিডিলসহ এক মাদককারবারী গ্রেফতার।
রাজবাড়ীর
গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার
করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার রাত দশটা পয়তাল্লিশ এর দিকে
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন মাকিগঞ্জ জেলার সদর থানার উত্তর তরা (তরা বাজারের
পূর্ব পার্শ্বে) গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে মাহাবুবুল আলম নাছির (৩৫)
কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওই চেকপোস্টে
ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগ তল্লাশি
করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের
সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মাহবুবুল আলম নাছির যশোর থেকে ঢাকায় ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল।
গোয়ালন্দ
ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকবিরোধী
অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ফেন্সিডিলসহ আটক মাহবুবুল আলম
নাছির এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024