শেরপুর জেলার সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ছোট ঝাওয়ের চর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। ৮ মার্চ শনিবার সকালে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এ মূল সুরকে কেন্দ্র করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লছমনপুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. আলেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মোখলেছ, শ্রীবরদী-শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মি. সত্যজিত মৃ, এসএসটি সদস্য মি. নয়ন চিসিম প্রমুখ। আলোচনা সভার পর নারীর অধিকার বিষয়ক নাটিকাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ছোট ঝাওয়ের চর এর প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি করা হয় । আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপনে ৫২ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে। অপরদিকে চরশ্রীপুর গ্রামে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরুতে র‍্যালি ও মানববন্ধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলাইর চর ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. ফুলকুমারী বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাঠ সহায়ক সুবল ম্রং এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৭৮ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024