রাজশাহী কলেজ শাখা বহ্নিশিখা-গ্রীণ ভয়েসের উদ্যোগে "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ মার্চ) বিকালে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি ও বহ্নিশিখার আহ্বায়ক রাবেয়া খাতুনের নেতৃত্বে র‌্যালি শেষে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নাম্বার গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় 


আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে নারীদের নির্যাতনের বিষয়গুলো তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


এছাড়াও সভায় নারীদের টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বিজ্ঞানভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, প্রযুক্তি ও উদ্ভাবনে সুযোগ তৈরি, প্রবেশাধিকার, সক্ষমতা তৈরি ও ক্ষমতায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়। 


আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.শিখা সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা: জান্নাতুন নেছা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: আমিনুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: গোলাম কিবরিয়া।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024