|
Date: 2025-03-08 22:19:21 |
আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ শনিবার শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এবং মহিলা পরিষদ ও উদীচীসহ কয়েকটি সহভাগী সংগঠন। দুপুরে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে অনুষ্ঠিত এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা নীরু শামছুন্নাহার নীরা, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী-গোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষণ, সহিংসতার ঘটনা বেড়েইে চলেছে। উগ্রতা, ধর্মান্ধতার শিকার হচ্ছে নারী ও শিশু। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এজন্য নারী অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়েছে। শেরপুর পৌরসভার পক্ষ থেকেও পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
© Deshchitro 2024