হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি করে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে চা শ্রমিকরা

১৩ আগষ্ট ২০২২ইং শনিবার থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিকরা জানান, তাদের হাড়ভাঙ্গা খাটুনিতে প্রতি বছর চা শিল্পে রেকর্ড চা ৎপাদন হচ্ছে ২০২১ সালে দেশের ইতিহাসে চাযের রেকর্ড পরিমান ৎপাদন ৯৬ মিলিয়ন কেজি চা হয়েছে কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি চা শ্র্রমিকদের মজুরী বৃদ্ধির দুটি চুক্তি বাস্তবায়ন করা হলেও বারবার মার খাচ্ছেন চা শ্রমিকরা

তেলিয়াপাড়া চা বাগান সেক্রেটারী লালন পাহান বলেন, বাংলাদেশ চা সংসদ সরকারের কাছে আমাদের দাবী ৩০০ টাকা মজুরী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাগানে কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস আন্দোলন চলবে বর্তমান সময়ে আমরা যে মজুরি পাই তা দিয়ে জীবনের চাকা চালানো প্রায় অসম্ভব শ্রমিকদের প্রতি এটা অমানবিক আচরন ছাড়া কিছু নয় বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দ্রব্য মূল্যের দাম বাড়লেও আমাদের মজুরি বাড়ানো হচ্ছে না চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কমপক্ষে ৩শত টাকা মজুরি করতে হবে

২২টি চা বাগানের ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড় বলেন, বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে আমাদের চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন প্রতিটি পরিবারে খরচ বেড়েছে আমরা একাধিক সময়ে বাগান মালিকদের সাথে বৈঠক করছি চা শ্রমিক ইউনিয়ন বাগান মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরী বৃদ্ধি করার কথা থাকলেও মালিকরা চুক্তি ভঙ্গ করছেন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত বছর ধরে নানা টালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না এতে করে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তাই বাধ্য হয়ে আমরা কঠোর আন্দোলনের ডাক দিয়েছি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024