|
Date: 2025-03-08 23:35:17 |
পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র্যাব-৮, সিপিসি-১ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা গলাচিপার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধা পুত্র।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াকুব মৃধা দীর্ঘদিন ধরে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয়ভাবে চুরির গ্যাং পরিচালনা করছিল। তার বিরুদ্ধে ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
প্রকাশ্য মামলার তালিকা: গুলশান থানায় মামলা (ঢাকা) – ২৬ সেপ্টেম্বর ২০১১, মামলা নং: ৬১ ধারা: ৩৯৫/৩৯৬/৪১২ (ডাকাতি ও সহিংস অপরাধ), যশোর থানায় মামলা – ১৪ সেপ্টেম্বর ২০১৫ মামলা নং: ৭৩
ধারা: ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ধামরাই থানায় মামলা – ২০১৬, মামলা নং: ২২, ধারা: ৩৯৯/৪০২, ডিএমপি কদমতলী থানায় মামলা, মামলা নং: ১৭, ধারা: ৩৯৯/৪০২, যশোর কোতোয়ালি থানায় চুরির মামলা। এছাড়া সাম্প্রতিক চুরির ঘটনাও রয়েছে তার।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা পিরপাল মাজার মার্কেটে "কিষান অটো" নামক দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর তালা কেটে দোকানে ঢুকে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ইয়াকুব মৃধার সম্পৃক্ততা নিশ্চিত হলে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024