অপেক্ষারা বসন্ত
ম.ম.রবি ডাকুয়া

পোড়ামাটির গন্ধে ধূসর বর্ণছন্দে বসন্ত কবিতা আসেনা,
প্রেমে মন বসেনা।
রক্তে ভেজা ঘাসে লাশের পঁচা গন্ধ,
ভুখা পেটে ও মনে অনায়েশে কি বসন্ত আসে?
ক্ষুধার সুধার বৈভব যার চারপাশে।
জানি কান্না কোন গান না,
বাচা আর মুক্তির শ্লোগান ভুখা পেটে বাজাও মাদল তোলো গান
নিস্তব্ধতার সঙ্গবদ্ধ বিরহের  কবিতার আবছা আঁধার,
তবু এই বাঁধাধরা নিয়ম মোহনায় যে আমার তরে দুঃখ সাজায় তুমি ছাড়া কেহ নয়।
আবছা আলোয় ভাবছো মেঘের আঁধারের বাঁধাধরা নিয়মের অনুশোচনা ঢাকবে বুঝি জ্যোৎস্না।

আমার অপেক্ষারা ভীষণ আক্ষেপে ফেরে তোমার পানে চেয়ে,
প্রেম নিষিদ্ধ তোমার মন নগরে,
রূপে মুগ্ধ প্রেমিক মন কত কেঁদে মরে অঘোরে।
তোমার তরে মন ফাগুনে বসন্ত যে সাজায় বৃথা যায়,
তোমার দেয়া সাজানো তাকে তাকে ব্যথার ভেতর সুখ যে থাকে,
শুষ্কঠোঁট শুধু জেগে আছে তোমার উষ্ণ আদরের আদ্রতা নিতে।
তোমার ঠোঁটে কত আদর ফুল হয়ে ফোটে
সৌরভ তার ঝরে যায়,
আমি বসে থাকি যেন তোমার চলার পথের ধুলি মেখে গায়।
হৃদয়ের নোম্যান্স ল্যাণ্ডে ভালবাসার জিরো পয়েন্টে
তবু তোমার আসার শেষ গাড়িটার হৃদয়ের প্লাটফর্মে অপেক্ষারা ভীষণ মধুর।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024