ছবি-রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান।

কক্সবাজারের কুতুবদিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।গতকাল রবিবার দুপুরে সাড়ে ১২টায় ধূরুং বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এদিকে অভিযানের সময় তরমুজের দাম বেশি রাখায় আবু তাহেরকে ৫০০ টাকা, ওজনে কম দেওয়ায় মাংসের দোকানের মালিক নুরুল আলমকে ১ হাজার ৫'শ টাকা এবং কাইছারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন,পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করবে, ওজনে কম দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024