|
Date: 2025-03-09 17:14:57 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বৈরাগীপাড়া গ্রামে নিজের ভূমি রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন এক ভুক্তভোগী সাংবাদিক পরিবার। তার লিখিত বক্তব্যে বলেন, “আমি মোঃ মঞ্জুরুল হক, আমার দখলীয় এবং বায়নানামাকৃত বাদে চল্লিশ কাহনিয়া মৌজায় ২৭২৮ দাগে ৭ শতাংশ ভূমি বিগত ১৮ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। যার রেকর্ডীয় মালিক আব্দুল হক গং। কিন্তু পরিতাপের বিষয় হলো উক্ত দাগে মাত্র ৫ শতাংশ ভূমি ক্রয় করেছেন শফিউদ্দিন। তিনি এ ভূমি বিক্রি করেছেন মতিউর গং, পিতা- মৃত আশ্রাব আলী সরকার, সাং- বৈরাগী পাড়া, ঝিনাইগাতী, শেরপুর। শফিউদ্দিন মালিক থাকতে কোন প্রকার আপত্তি করেন নাই কিন্তু একই গ্রামের মতিউর গং গোপনে এ ভূমির সাথে আমার দখলীয় ভূমি, ভূমি অফিসে ভুল তথ্য প্রদানের মাধ্যমে নাম জারি করে নেয়। তাদের হীন উদ্দেশ্যে নাম জারি করার ফলে, আমি এ জমি সাবকাবলা দলিল করতে পারছি না বিধায় উপজেলা ভূমি অফিসে নামজারি ভাঙার আবেদন করি। এমতাবস্থায় তারা মবজাস্টিস এর মাধ্যমে উক্ত ভূমি দখল করার পাঁয়তারা করছেন। সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে আমার ভূমিসহ এলাকার আরো চার-পাঁচ জনের ভূমি আত্মসাৎ করার চেষ্টা করছেন। সেনাপ্রধানের নাম ভাঙ্গিয়ে মাকসুদ, পিতা- আশ্রাব আলী সরকার ও তার ভাইয়েরা আমার ভূমির মালিককে ভীতি প্রদর্শন করে আসছে এবং এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। সে মতে প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন, এই সকল ধান্দাবাজ ও ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন করে কঠিন বিচার দাবি করছি।” এই ভূমি দখলকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষ নানা ধরনের কথা বার্তা এবং আশঙ্কা প্রকাশ করছেন।
© Deshchitro 2024