রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করায় মশা নিধনে উদ্যোগ নিয়েছে ছাত্রাবাস কর্তৃপক্ষ। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে আসছিলো যার পরিপ্রেক্ষিতে মুসলিম ছাত্রাবাস কর্তৃপক্ষ মশা নিধনে ব্যবস্থা গ্রহণ করেছে।


রবিবার ( ৯ মার্চ) বিকেলে মুসলিম ছাত্রাবাসের ড্রেন গুলোতে মশা নিধনে স্প্রে করা হয়। ছাত্রাবাসে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মাঝে কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে।


এই বিষয়ে মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা দেশি মেশিনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। আমরা আপাতত সপ্তাহে একদিন এই মশা তাড়ানোর স্প্রে করবো, তবে কতটুকু কার্যকর হবে এখনই বলা সম্ভব নয়। এই মশা গুলো মূলত ড্রেনেজ ব্যবস্থার অবনতির জন্য এত ভয়াবহ রূপ ধারণ করেছে।


তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের সাথে অনেক বার যোগাযোগ করেও কার্যকর কোন ফলাফল পাওয়া যায় নি। তারা রোজার আগেই ড্রেন পরিষ্কারের আশ্বাস দিলেও এখনও সেটির বাস্তবায়ন আমরা দেখতে পায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024