|
Date: 2025-03-09 21:28:52 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী পৌর তাফসির পরিষদের নবগঠিত নির্বাহী পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রবিবার (৯ মার্চ) কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যশনাল টি কোম্পানি লিমিটেড এর পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর শায়খ মাওলানা ফজলুর রহমান মৌলভীচকী, শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুর রউফ, সিনিয়র সহ -সভাপতি মাওলানা মো: আয়েত আলী, মুফতী মনির উদ্দিন, মাওলানা এমএ রহীম নোমানী, মাওলানা সালাহ উদ্দীন দুলাল।
শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ ও হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর তাফসির পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসান বিন মুজাহির, হাফেজ ওলিউর রহমান তুহিন, মোস্তাফিজুল হক সেলিম, হাফেজ কাজী আবু তাহের, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, সহ-কোষাধ্যক্ষ কাজী মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান সিরাজি, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাকিম আল মুনতাজ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ- অফিস সম্পাদক হাফেজ আব্দুল মুমিন প্রমুখ। ইফতার মাহফিলে ২শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় রেলওয়ে স্টেশন জামে মসজিদে শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের ২০২৫-২০২৭ সেশনের জন্য ৩ বছর মেয়াদী ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
© Deshchitro 2024