|
Date: 2025-03-10 00:20:28 |
সাতক্ষীরা জেলা, ইতিহাসের পাতা,
সুন্দরবনের কোলে, সাগরের কথা।
পূর্বে খুলনা, পশ্চিমে পশ্চিমবঙ্গ,
প্রকৃতির বুকে আঁকা, এক অনন্য সংগ।
সাতটি উপজেলা, গ্রামে গ্রামে গান,
২২ লাখ মানুষের, স্বপ্নে ভরা প্রাণ।
রাজা প্রতাপাদিত্য, যশোরেশ্বরী মন্দির,
ঐতিহ্যের ছোঁয়ায়, হৃদয়ে রঙ ধীর।
নলতার রওজা, দেবহাটা জমিদার বাড়ি,
শ্যামনগরের পথে, ইতিহাসের গাড়ি।
তেতুলিয়ার মসজিদ, প্রবাজপুরের শাহী জামে মসজিদ ,প্রতিটি ইটপাথরে, শত বছরের বাহি।
চিংড়ি, হিমসাগর, চুই ঝালের ঘ্রাণ,
কৃষি ও মৎস্যে, প্রাণের উৎসার।
ভোমরা বন্দর দিয়ে, খুলছে নতুন দ্বার,
বাণিজ্যের বাতাসে, উড়ে সম্ভাবনার ভার।
বাউল গান, যাত্রাপালা, মেলার আলোয় মধুর,
সংস্কৃতির ছন্দে, জেলাটি উজ্জ্বল সুর।
সংগ্রাম আর আশায়, এগিয়ে চলে পথ,
সাতক্ষীরা গল্প বলে, স্বপ্নের এক রথ।
••••
লেখা : এস এম তাজুল হাসান সাদ
© Deshchitro 2024