সাতক্ষীরা সীমান্তে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত মোঃ সোহেল উদ্দিন (৫৫) সাতক্ষীরার কলারোয়া থানার আইসপাড়া গ্রামের মোঃ হামেজ উদ্দিনের ছেলে। আটক স্বর্ণের দাম ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সাতক্ষীরার আগরদাড়ি ইউনিয়নের আবাদেরহাট এলাকা থেকে সন্দেহভাজন মোঃ সোহেল উদ্দিন ও একটি ইজিবাইক আটক করে। ইজিবাইকটি তল্লাশি করে ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024